আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার দুই দেশ সফরের অংশ হিসেবে উত্তর কোরিয়ার পর কমিউনিস্ট শাসিত আরেক রাষ্ট্র ভিয়েতনামে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার ভোররাতে তিনি দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছান। বিমানবন্দরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চান হোং হা এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিক লে হাই চুং পুতিনকে স্বাগত জানান ও লালা গালিচা সম্বর্ধনা দেন।
এর আগে বুধবার (১৯ জুন) সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান পুতিন। সে সময় বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান কিম।
জানা গেছে, এই সফরে পুতিন এবং কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা ও অর্থনীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে পুতিনের সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করছেন কিম। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে পুতিনকে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। রাস্তার দুই পাশ সাজানো হয় রাশিয়ার পতাকা ও পুতিনের ছবি দিয়ে।
২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই ছিল পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে।