জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, জনগণকে উন্নত সেবা প্রদান ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ বাস্তবায়নে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা, দায়বদ্ধতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মিলন ২০১৯’ উপলক্ষে আজ (বুধবার) এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মিলন ২০১৯’ উপলক্ষে রাষ্ট্রপতি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, জনগণের সাথে সরকারের সেতুবন্ধন সৃষ্টিসহ দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই। সরকারের কেন্দ্রীয় পর্যায়ে কর্মপরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং তৃণমূল পর্যায়ে তার সফল বাস্তবায়নসহ ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি জনমুখী প্রশাসনিক ব্যবস্থা গঠনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ নিরন্তর প্রয়াস অব্যাহত রাখবেন।