শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সালমান দাবাং সাজে অর্পিতার বাড়িতে কোহলিকে ‘জোকার’ বানিয়ে কটাক্ষ করলো অস্ট্রেলিয়ান গণমাধ্যম নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংষ্কার হবে : আমিনুল হক অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হচ্ছে নির্বাচন: মির্জা ফখরুল ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত: প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন ইমরান খান সনি উত্তরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন আব্দুল আহাদ অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায়

গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হচ্ছে নির্বাচন: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচনকে প্রধান ফটক হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনে যেতে চাই আমরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ি কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার, নির্বাচন, জাতীয় সংলাপ ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ এখন একটা জটিল রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে যে কাজটা আমাদেরকে করতে হবে, অবশ্যই আমাদের বাংলাদেশকে আমরা যেন স্বপ্নের মতো করে গড়তে পারি। সে বিষয়টা যতটা স্থির করা যায়, ধারণ করা যায়, এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ৫৩ বছর পর সংস্কার, নির্বাচন নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। ভালো হতো আমরা যদি এ বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করতে পারতাম। এ বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় পৌঁছাতে পারতাম।

তিনি আরও বলেন, আমি এবং আমার দল ২০১২ সাল থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছি। তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সেই সময়ে অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে। আমার দলের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের সাতশোর বেশি নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজারও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন। ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতাদের। এরপরও আমরা কিন্তু থেমে থাকিনি। আজকে যে সোচ্চার, এটি আমরা প্রথম থেকেই ছিলাম। তখন আমরা অনেককেই আমাদের সঙ্গে পাইনি, এখন তাদের দেখছি, ভালো লাগছে! আমরা আরও অনুপ্রাণিত হচ্ছি মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। আমরা ২০১৬ সালে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি-থার্টি-তে একটা সংস্কার প্রস্তাব করেছিলাম। যে বিষয়গুলো পরিবর্তন আনা দরকার সেগুলো নিয়ে প্রস্তাবে এনেছিলাম। সে বিষয় থেকেই আজকের সামনে এসেছে প্রধানমন্ত্রী ও ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। সে বিষয়টা নিশ্চিত করা। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এ বিষয়টি তখনই আমরা তুলে ধরেছি। আমরা ২০২২ সালে একটি জনসমাবেশের মধ্য দিয়ে ১০ দফা দাবি পেশ করি। পরবর্তী সময় সব রাজনৈতিক দলের সঙ্গে একমত হয়েও আলোচনা করে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব করি, এমন কথা জানান তিনি।

তিনি বলেন, সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকেই। তবে দুর্ভাগ্য আমাদের কিছু কিছু বক্তৃতা এসেছে বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়। প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনে যেতে চাই আমরা। আমরা নির্বাচনের কথা বলছি কেন? গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, দরজা। আর একটা ডেমোক্রেসি’।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রধান সমস্যা এ দেশে গণতান্ত্রিক চর্চায় হয়নি। এখানে সে সংস্কৃতি গড়ে ওঠেনি। সেই কালচার না থাকায় আমাদেরকে বারবার বলতে হচ্ছে, এ করতে হবে ও করতে হবে, এইটা ডেমোক্রেসি, এইটা এভাবে যেতে হবে। ডেমোক্রেসি কিন্তু বারবার চর্চা প্র্যাকটিস ছাড়া গড়ে উঠবে না। হুট করে কোনো কিছু করা সম্ভব হবে না। উদাহরণ হিসেবে মির্জা ফখরুল বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে, সে তিনটি নির্বাচনী গ্রহণযোগ্য হয়েছে, সেটি মানুষ গ্রহণ করেছে।

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক তাত্ত্বিক বা বিশেষজ্ঞ নই। আমি মাঠ থেকে রাজনীতি শুরু করেছি। আমি পৌরসভার চেয়ারম্যান থেকে এখানে এসেছি, তৃণমূল থেকে কাজ করেই এ পর্যায়ে এসেছি। ধারণা তুলে ধরে বলেন , জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না। জনগণকে তৈরি করতে হবে আপনাকে। এখানে যারা আছেন, তারা জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক করার চেষ্টা করবেন।

সংবিধান সংস্কার কমিটির প্রধান ড. আলী রিয়াজের বক্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, রিয়াজ বলেছেন তার কাছে এক লাখের বেশি প্রস্তাব এসেছে। শুনেছি, এ প্রস্তাবগুলো তৈরি করে তারা সরকারের হাতে তুলে দেবেন, সরকার তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। উনারাই (রিয়াজরা) যদি প্রথমে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন, সেটা আরও ভালো হতো। আমার কাছে মনে হয়। তারা গভর্মেন্টের সঙ্গে বসবেন, আরও আলোচনা হবে। আমার কাছে মনে হয়, যত সময় বাড়বে, তত আমাদের সমস্যা বাড়বে। আসল প্রবলেম তো অন্য জায়গায়। এগুলো বাস্তবায়ন করবেন কাদের দিয়ে? প্রশাসন, গভর্মেন্ট মেশিনারি, এগুলো তো এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে। এতটুকুও পরিবর্তন হয়নি। একটা ফাইলও নড়ে না। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ফাইল কোথায় আটকে আছে দেখবেন? ওখানেই আটকে আছে। এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে।

মাইন্ড সেট একটা বড় জিনিস এমন মন্তব্য করে তিনি ড. মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, উনি একটা বক্তব্য দিয়েছেন খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল, টাকা দেবো কাজ করিয়ে নেবো। ভালো সমস্যা নেই। এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন। সেই মাইন্ড সেটটা তো তৈরি করতে হবে। ওই মাইন্ড সেটের মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করতে হবে। ভুল হবে ত্রুটি হবে কিন্তু ওর মধ্যে দিয়ে ই ডেমোক্রেটিক সিস্টেমকে আগিয়ে নিতে হবে। সামনের দিকে নিয়ে যেতে হবে ।

আমরা যেন ৭১-কে ভুলে না যাই এই আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সাল এটাকে আমরা যেন কখনো ভুলে না যাই। আমাদের চারপাশে ধারাবাহিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে সংগ্রাম লড়াই ,একাত্তরের পর থেকে সেই লড়াই সংগ্রাম প্রত্যেকে আমাদের মনে রাখা দরকার। সে লড়াই সংগ্রাম ও ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি।

ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় গণতন্ত্র ও সংস্কারের পক্ষে। এর জন্য আমরা কাজ করবো, করেছি, করবো ভবিষ্যতে। একই সঙ্গে আমরা মনে করি, জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com