সিটিজেন প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। এজন্য পিছপা হলে চলবে না এবং নিজেদের অবস্থানে যদি কিছুটা ছাড়ও দিতে হয়, সেই ছাড় দেওয়ার প্রস্তুতিও আমাদের রাখতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী সংলাপের গতকাল ছিল প্রথম দিন। এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)।
রাজনৈতিক-সামাজিক খাতে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিজওয়ানা বলেন, ‘এবার সংস্কারে পিছপা হলে চলবে না। জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন হবে। কারণ মানুষের প্রত্যাশার সঙ্গে যদি আমাদের গ্যাপ থেকে যায়, তাহলে আমরা বারবার রাজনৈতিক অস্বস্তি ও জটিলতার মধ্যে পড়ব।
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘ক্ষমতা প্রয়োগে সরকারের পাশাপাশি জনগণের অংশগ্রহণ প্রয়োজন। ছকে ফেলা রাজনীতি বদলানোর বা বৈষম্য দূর করার যাত্রা সহজ হওয়ার নয়। এ যাত্রায় আমাদের খুবই কঠিন রাস্তার ওপর দিয়ে যেতে হবে।