মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চট্টগ্রামে রেকর্ড জুটি গড়লেন জিম্বাবুয়ের ব্যাটাররা, চাপে বাংলাদেশ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রামের তীব্র রোদের নিচে বাংলাদেশকে কঠিন চাপে ফেলেছেন জিম্বাবুয়ের দুই ব্যাটার নিক ওয়েলস ও শন উইলিয়ামস। দুর্দান্ত ব্যাটিং করে দুজন মিলে গড়েছেন বাংলাদেশের বিপক্ষে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৩ রান। ক্রিজে আছেন ৫৫ রান করা শন উইলিয়ামস এবং ৫৪ রান করা নিক ওয়েলস।নিজের অভিষেক ম্যাচে বল করতে নেমে প্রথম উইকেটটি তুলে নেন তানিজিম। তার অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক টাইমিং করতে পারেননি ব্রায়ান বেনেট। ব্যাটে লেগে বল তালুবন্দি হয় জাকের আলির। ৩৩ বলে ফেরেন ২১ রান করে জিম্বাবুয়ে ওপেনার।

এর আগে, সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এই হারে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে শান্তরা। সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট মূুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজ হারের লজ্জা এড়াতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

বাংলাদেশ এই টেস্টে একাদশে এনেছে তিন বদল। নাহিদ রানার জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে পেসার তানজিম সাকিবের। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। ওপেনিং জুটিতে সাদমান ইসলামের সঙ্গী এনামুল হক বিজয়। অফ স্পিনার নাঈম হাসানও আছেন এই একাদশে।

এদিকে সিরিজ জেতার লক্ষ্যে জিম্বাবুয়ে একাদশে পরিবর্তন এনেছে দুটি। আগের ম্যাচের নিয়াশা মায়াভোকে বাদ দিয়েছে তারা। সেই সাথে জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচির।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com