বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই অধিক লাইমলাইটে থাকেন। এবার এ অভিনেত্রী জানালেন, উটের দুধের ব্যবসা করবেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন, “আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।
ব্যক্তিগত কারণে মাঝেমধ্যেই দুবাই যান মিষ্টি জান্নাত। সেখানে উটের দুধের চা খেয়ে অভ্যস্ত হন তিনি। শুধু তাই নয় দেশে ফেরার সময় পরিবারের জন্য এই দুধ সঙ্গে আনেন তিনি। তবে এই দুধের পুষ্টিগুনের কথা চিন্তা করতে বাণিজ্যিকভাবে দেশে আনার চিন্তা করেছেন তিনি।
মিষ্টি জান্নাত বলেন, দুবাই থেকে এ দুধ আমদানি করব। এটি যেন সবাই খেতে পারেন সেজন্য ২০০ মিলিগ্রামের প্যাকেটও বের করার ইচ্ছা রয়েছে। খুব শিগগিরই এ পণ্য দেশের মাটিতে লঞ্চ করব।
তবে উটের দুধের দাম কেমন হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ঈদুল আজহার আগে বা পরে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলেও জানান এই নায়িকা।
ব্যবসায়ী উদ্যোগ নেয়ার পাশাপাশি চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নিউইয়র্কেও দাঁতের একটি ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। দেশে এ স্বপ্ন পূরণ হওয়ার পর বিদেশের মাটিতেও সে স্বপ্ন পূরণ করতে চান অভিনেত্রী।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। বর্তমানে বিগ বাজেটের দুটি সিনেমার কাজ হাতে রয়েছে তার। কাজ চলছে একটি ওয়েব ফিল্মেরও। যেখানে একজন সাইকো কিলার হিসেবে পর্দায় ধরা দেবেন মিষ্টি জান্নাত।