বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ প্রজন্মের কাছে রাসূল (সা.)-এর অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি আজ থেকে শুরু টানা ৪ দিনের ছুটি পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে : আইজিপি জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন গুতেরেসের খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার পুলিশের কর্মপরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে দুই দেশ এ প্রতিশ্রুতি জানায়।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সাহায্যের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করে।

এর আগে ,সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভাষণ দেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ জন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অর্থায়ন ক্রমেই কমে আসছে। এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হলো, তাদের প্রত্যাবাসন শুরু করা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com