সিটিজেন প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। ছুটি শেষ হবে শনিবার (৪ অক্টোবর)। এরপর রোববার (৫ অক্টোবর) থেকে যথারীতি শুরু হবে কর্মদিবস।
সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে আজ থেকেই ছুটি শুরু হলেও, কিছু বেসরকারি অফিস আগামী শনিবার খোলা রাখবে। ফলে সেখানে কর্মরতদের জন্য ছুটি এক দিন কম হতে পারে।
সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) এবং ৪ অক্টোবর (শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি।
তবে এই ছুটির আওতায় থাকছে না জরুরি সেবা খাত। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বন্দর পরিচালনা, ডাক সেবা, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা অব্যাহত থাকবে। এসব খাতে কর্মরতরা ছুটি ভোগ করতে পারবেন না।
বিশেষ করে চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান ও ওষুধ সরবরাহ সংশ্লিষ্ট পরিবহন কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন।
এছাড়া ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর কার্যক্রমও এই চার দিন বন্ধ থাকবে। আগামী রোববার সকাল ১০টা থেকে পুঁজিবাজারে পুনরায় লেনদেন শুরু হবে। ব্যাংকিং কার্যক্রমও একই দিন থেকে চালু হবে।
অন্যদিকে, দুর্গাপূজাসহ ধারাবাহিক ধর্মীয় উৎসবের কারণে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে।