তথ্যপ্রযুক্তি ডেস্ক, সিটিজেন নিউজ: জম্মু-কাশ্মীরের অনেক এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সেবা।
এমন অবস্থায় জম্মু ও কাশ্মীরের মানুষ যাতে নির্বিঘ্নে টিভি দেখতে পারেন সে জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ডিটিএইচ সংস্থা – ডিস টিভি।
জানা গেছে, রিচার্জের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও চালু রাখা হবে সেবা। অটো প্লে লেটার – অপশনের সাহায্যে রিচার্জের তারিখ শেষ হওয়ার পরেও চালু থাকবে ডিটিএইচ সেবা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এর সুবিধানুযায়ী বিল পরিশোধ করতে হবে।
ডিস টিভি জানিয়েছে, ইন্টারনেট সংযোগ না থাকায় জম্মু ও কাশ্মীরের গ্রাহকরা এই মুহূর্তে অনলাইনে আর্থিক লেনদেন করতে পারছেন না। তাই গ্রাহকদের সুবিধার্থে রিচার্জের নির্দিষ্ট তারিখ শেষ হওয়ার পরেও থাকবে সংযোগ। রিচার্জের নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়ার ৪ দিন পরেও টিভি দেখা যাবে।
শুধু ইন্টারনেট না থাকায় রিচার্জের সমস্যার কথা ভেবেই যে সংযোগ রাখা হবে তা নয়। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে সব ঘটনার খবর পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। ইন্টারনেট না থাকায় টিভিই এখন কাশ্মীরের মানুষের খবরের একমাত্র উৎস।