নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি। রোববার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর-৩ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ফলে রংপুর-৩ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই আসনে আগামী ৫ অক্টোবর (শনিবার) উপনির্বাচন। ইভিএম এর মাধ্যমে সেখানে ভোটগ্রহণ করা হবে।