শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সেপ্টেম্বরেই রুহানির সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করার প্রস্তাবটিতে কোনো সমস্যা দেখছেন না তিনি। গণমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে, এর মাধ্যমে চলতি মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুহানির সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকের বিষয়ের সম্ভাবনাকেই জোড়ালো করেছেন এমন কথা বলে। তারপর থেকে চারদিকে আলোচনা হচ্ছে অবশেষে কি দুই দেশনেতা বৈঠকে বসছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত রোববার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের জন্য ইচ্ছুক। তবে বৈঠকের কোনো পূর্বশর্ত দেয়া যাবে না। কারণ আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাই না।’
ABC News

@ABC
Secretary of State Mike Pompeo says President Trump is ready to meet with Iran’s Rouhani “with no preconditions,” because “we don’t want war with Iran,” but “it’s up to the Ayatollah to made the decision about the direction he wants to take his country.” http://abcn.ws/2koBXze

Embedded video
58
7:59 PM – Sep 8, 2019
Twitter Ads info and privacy
88 people are talking about this
মাইক পম্পেও বৈঠকের বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কে বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে খামেনির (ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি) ওপর, কেননা তিনি তার দেশকে কোন পথে নিয়ে যেতে চান সেটা তিনিই ভালো জানেন। খামেনিকে এই বৈঠকের বিরোধী বলে দাবি মার্কিন গণমাধ্যমগুলোর।

এদিকে গত সোমবার ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘দেশটি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে। ইসরায়েল আবাদেহ শহরের গোপন ওই কর্মসূচি সম্পর্কে জানার পর সেটি বন্ধ করে রেখেছে তারা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com