অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ভ্যাটিক্যানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এটি হবে তাদের তৃতীয় সাক্ষাৎ।
এ বিষয়ে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত জর্জ কুচেরি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও তার পরিবার হোলি ফাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি বলেন, ‘২০১৭ সালের ১ ডিসেম্বর পোপ ঢাকা এসেছিলেন এবং ওই সময় ভ্যাটিক্যান দূতাবাসে পোপ ও প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়। পরের বছর প্রধানমন্ত্রীর ইতালি সফরে আনুষ্ঠানিকভাবে তিনি ভ্যাটিক্যানে গিয়েছিলেন।
এবারের সফর সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, ‘এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার পরিবারের সদস্যরাই শুধুমাত্র থাকবেন।