অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন।
শুক্রবার (২০ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আমরা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের হেল্পলাইনগুলো ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। আমরা সবাইকে করোনা ভাইরাস নিয়ে পরামর্শ মেনে চলা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ও সামাজিক দূরত্ব পর্যবেক্ষণ করতে অনুরোধ করছি।’
এদিকে, করোনাভাইরাস সংক্রান্ত যোগাযোগের জন্য ভারতীয় হাইকমিশনে হেল্পলাইন খোলা হয়েছে। হেল্পলাইন নম্বর- ০০ ৮৮০ ২৫৫০৬৭৩৭১, ০০৮৮০ ২৫৫০৬৭৩৭২।