শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনা দুর্গতদের পাশে মানবতার ফেরিওয়ালা এমপি খোকা।

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৯৫ বার পঠিত

রাকিবুল হাসান,সোনারগাও:করোনা ভাইরাস মোকাবেলায় ঘর বন্দী খেটে খাওয়া দিনমজুর অসহায় দরিদ্রদের মাঝে খাবার পৌঁছে দিচ্ছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।  নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির  সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের নেতৃত্বে খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। খাদ্য সামগ্রী পেয়ে অসহায় ও কর্মহীনদের অনেকই বলছেন আমাদের এমপি একজন মানবতার ফেরিওয়ালা।

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বুধবার জামপুর ইউনিয়ন এর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নিম্নবিত্ত, দিনমজুর ও কর্মহীন লেকদের মাঝে সাংসদের পক্ষ থেকে ১২৬০ টি খাবার উপর সামগ্রী বুঝিয়ে দেন জাবেদ রায়হান  জয়, আনিসুর  রহমান বাবু,  কাউন্সিলর জাহেদা আখতার মনি, নারী নেত্রী জাহানারা আক্তার ও ফজলুল হক মাস্টার।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য ফজলুুুুল হক মাস্টার বলেন, এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে আজ  ২৯ এপ্রিল পর্যন্ত ১৭২৪৬ পরিবারের মাঝে খাবাার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং  এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

করোনাভাইরাস পরিস্থিতি যখন বাংলাদেশে প্রাথমিক স্টেজে; তখন  থেকেই  মানবতার ফেরিওয়ালা জনাব লিয়াকত হোসেন খোকা অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের নেতৃত্বে একঝাঁক তরুণ-কিশোর দাঁপিয়ে বেড়াচ্ছে পাড়া-মহল্লায় এমপি মহোদয়ের নির্দেশনায় তারা  গত ৩০ মার্চ থেকে মাঠে নেমে পড়েন।  কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এছাড়া করোনা আক্রান্ত যে কোন জরুরী স্বাস্থ্য সেবা পেতে গত ২০ এপ্রিল সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা (এম বি বি এস, বি সি এস ( স্বাস্থ্য) এর সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চারটি ফ্রী  এমবুলেস ও স্বাস্থ্য সেবা হটলাইন  প্রদান করেন মানবতার ফেরিওয়ালা লিয়াকত হোসেন খোকা এমপি।
কার্যক্রম: শুরুর দিকে কয়েকটি হটলাইন নাম্বার  চালু করেন তিনি।  এ সব নাম্বারে  প্রতিদিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অসংখ্য কল আসতে থাকে। জাবেদ রায়হান জয়   জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে গভির রাত পর্যন্ত হট লাইনে কল আসে।  কল অনুযায়ী তারা ওয়ার্ড ভিত্তিক ত্রাণসহ অন্যান্য সেবা দিতে  ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজে নেমে যান।

খাবার পরিমাণ সাহায্যের সম্পর্কে  জাবেদ রহমান আরো জয় আরও জানান,  উপজেলার প্রতিটি   পরিবারের জন্য চাল, ডাল, তেল ও আলু দেওয়া হয়। এ ছাড়া জরুরি  জরুরী স্বাস্থ্য সেবা নিত্য প্রয়োজনীয় জিনিস  ওষুধ  নগদ অর্থ প্রদান করা হয়।

প্রশংসনীয়: করোনা এ কঠিন মুহূর্তে লিয়াকত হোসেন খোকা    মাননীয় এমপি এমন ব্যতিক্রমী উদ্যোগকে  সোনারগাঁবাসীর মানুষ ভালো চোখেই দেখছে। এমপি মহোদয় এমন মানবতায়  সবার কাছে প্রশংসিত হয়েছে।

জাবেদ রায়হান জয় আরও বলেন,  সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকার-  নির্দেশনায় কাজ করে যাচ্ছি। যতদিন পরিস্থিতির উন্নতি না হবে এবং সামর্থ যতদিন থাকবে; ততদিন এ কার্যক্রম অব্যাহত রাখবো।

নারায়ণগঞ্জ ৩  আসনের সংসদ সদস্য  লিয়াকত হোসেন খোকা জানান, করোনা ভাইরাসের কারণে অনেক নিম্নআয়ের মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। জনসমাগম এড়িয়ে দরিদ্রদের আমরা গভীর রাতে খাবার পৌঁছে দিচ্ছি যাতে বাড়ি  থেকে করোনা ভাইরাস প্রতিরোধ ভূমিকা রাখেন। আমি সাধ্যমতো খাবার পৌঁছে দেবো আপনার বাড়ি থাকেন সরকারের নির্দেশনা মেনে চলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com