বরিশালে নতুন করে আরও আট পুলিশ সদস্যসহ ১২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে বরিশাল সিটির এক এএসআই, একজন টিএসআই ও ছয়জন কনস্টেবল রয়েছেন বলে বরিশাল করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে এক সভায় জেলা প্রশাসক বলেন, সোমবার সিটি পুলিশের একজন গাড়িচালকের কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে আসা পুলিশসহ ৩৬ জনের পরীক্ষা হয় শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। তাদের মধ্যে আট পুলিশ সদস্যসহ ১০ জনের পজিটিভ এসেছে। গাড়ি চালকের স্ত্রী ও শ্বশুরও রয়েছেন আক্রান্তদের মধ্যে। এছাড়া এর আগে আরও দুইজনের পজিটিভ এসেছে। তাদের বয়স ১৯ থেকে ৪৩ বছর।
জেলা প্রশাসক বলেন, নয়জন পুলিশ সদস্যসহ বরিশালে মোট ৭১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।