জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২৪ মে) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইদিন সন্ধ্যা ৭টায় গণভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব সম্প্রচার মাধ্যম সরাসরি সম্প্রচার করবে।
শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের আকাশে শনিবার (২৩ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৫ মে ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।