নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের বাজেট ও অষ্টম অধিবেশন পরিচালনার জন্য বরাবরের মতো সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনের সভাপতিত্ব করবেন তারা।
বুধবার (১০ জুন) বিকেল ৫টায় সংসদের বাজেট অধিবেশন শুরুর পর স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চান স্পিকার।
এবারের বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ এবং বেগম মেহের আফরোজ।