আনোয়ার হোসেন আন্নু, সাভার:
সুস্থ-সুন্দর জীবনের জন্য সবুজ পৃথিবী রক্ষার্তে গাছের বিকল্প নেই। তাই সবুজ ওয়ার্ড গড়ার লক্ষ্যে আশুলিয়া ইউনিয়নের যুবলীগের ১ নং যুগ্ন-আহবায়ক রাসেল মাদবর সম্পূর্ণ নিজ অর্থায়নে ও নিজ উদ্যোগে একশত বৃক্ষ রোপণ করেন।
মঙ্গলবার সকালে ১ নং ওয়ার্ড যুবলীগের একাধিক কর্মীকে সাথে নিয়ে আশুলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষের চারাগুলো রোপন করেন তিনি।
যুবলীগ নেতা রাসেল মাতবর বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান (এম পি) এবং বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাই এর নির্দেশে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেছি।