বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অনলাইনে উদ্যোক্তাদের হাট শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৫৩ বার পঠিত

বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি ডেস্ক : করোনা মহামারির এ বছর ‘উদ্যোক্তা হাট’ অনলাইনে আয়োজন করছে আত্মকর্মসংস্থানে তরুণদের অণুপ্রাণিত করার প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব।

http://uddoktahaat.com এই ঠিকানায় ৩২টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ থেকে শুরু হওয়া এই হাট চলবে আগামী ৩০ ‍জুলাই পর্যন্ত। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ই-উদ্যোক্তা হাট’।

এই হাটে থাকছে বিভিন্ন প্রকারের পণ্য এবং সেবা। এসব পণ্য এবং সেবার তালিকায় রয়েছে রান্নাঘরের মসলা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের অনলাইনভিত্তিক সেবা, পোশাক ও জুয়েলারি, চামড়াজাত পণ্য, খাদ্যসামগ্রী, প্রসাধনী, সিকিউরিটি এবং বৈদ্যুতিক সরঞ্জাম।

ই-উদ্যোক্তা হাটের আয়োজক চাকরি খুঁজব না চাকরি দেব প্ল্যাটফর্মের সহ-সাধারণ সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ বলেন, ‘করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এখন যখন আবার একটু একটু করে কেনাকাটা চালু হচ্ছে, তখনও অনেক উদ্যোক্তা আগের অবস্থায় ফিরতে পারছেন না। সংগঠিতভাবে প্রচার প্রচারণার মাধ্যমে ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য এই ই-হাটের আয়োজন করা হয়েছে। যেহেতু অনলাইনে সবকিছু সম্পন্ন হবে তাই স্বাস্থ্যবিধি মেনে চলাটা সহজ হবে।’

ই-হাটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো- আলাইভা, নন্দন কুটির, সাহাবী সোর্সিং (সাহাবী ডটকম), বন্ধুস্টোর ডটকম, লাভ গরু, হাদিয়া শপ, চুইঝাল, তুলিকা, টি-আর্ট, এখানেইকিনি ডটকম, লাবন্য ক্র্যাফট, কেয়ার স্টোর, নিওসিস ওয়ার্ল্ড, স্টোরিয়া লিমিটেডে, কমইঞ্জিন, শাবাব লেদার, ট্রাভেল বাংলাদেশ, অচিন, ইয়োলো এসএমই, মুসলিম ঘৃত ভান্ডার, জার্মিনেশন, প্রিমিয়াম স্টোর বাংলাদেশ-পিএসবিডি, কড়ি ডটকম, ট্যান, সোল স্টার, ওকে লেদার, ম্যাজিক রুটি মেকার, সিটি ওয়াটার পিউরিফাইয়ার, বাংলা ভার্সিটি, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, এক্সপো শপ, এগ্রো হাট ও ভাইপার লেদার।

চাকরি খুঁজব না চাকরি দেব প্ল্যাটফর্মের সহ-সভাপতি মুহাম্মদ গাজী তৌহিদুর রহমান বলেন, ‘একজন উদ্যোক্তা ঘুরে দাঁড়াতে পারলেই ১০ জন কর্মীর সংস্থান হয়ে যায়। সমাজে আমরা সবাই যদি নিজ নিজ প্রয়োজনীয় কেনাকাটার সময় যদি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মনে রাখি তাহলেই করোনা ক্ষতি ধীর ধীরে পুষিয়ে নেওয়া যাবে।’

‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের একটি উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com