শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পিলখানা সদর দপ্তরে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ( বিএসএফ) মধ্যে ছয় দিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পিলখানা সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এম শাফিনুল ইসলাম এবং সদ্য নিয়োগপ্রাপ্ত বিএসএফ প্রধান রকেশ আস্থানা বিজিবির পিলখানা সদর দফতরে দু’পক্ষের আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।

জানা গেছে,বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সীমান্ত হত্যা বন্ধে দু-দেশের সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারপরও চলতি বছর এ পর্যন্ত (আগস্ট ৩১) ৩৩ জন মানুষ বিএসএফের গুলিতে নিহত হয়েছে।

আবার সীমান্ত হত্যা বন্ধে বিভিন্ন সময়ে পতাকা বৈঠক করা হয়। তারপরও এ হত্যা বন্ধ হচ্ছে না। এছাড়া সীমান্তে মাদক চোরাচালান রোধ, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অবৈধভাবে প্রবেশ, অস্ত্র-মাদক পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে এবার আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস তৈরির লক্ষে দ্বিপক্ষীয় যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয় ১৮ সেপ্টেম্বর শেষ হবে সম্মেলন।

বিএসএফ সেক্টর কমান্ডার, ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তা এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com