নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরকে (১৮) আটকের পর সোমবার (৫ অক্টোবর) আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন। এ ঘটনায় রবিবার বিকালে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার চাটখিল থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত কিশোর হওয়ায় তার নাম ও পরিচয় প্রকাশ করা হলো না।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওই স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে পরিবার সদস্যরা ওই কিশোরকে ঘর থেকে বের হতে বললে সে বেরিয়ে ছাদে উঠে লাফিয়ে পালানোর চেষ্টা করে। তবে অন্যরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার বাদী দাবি করেছেন, তার ননদকে গত তিন মাস ধরে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ে করার কথা বলে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে দুবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ওই সম্পর্কের সূত্র ধরে কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত। এ ঘটনায় কিশোরীর ভাবি বাদী হয়ে রবিবার বিকালে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতকে আজ সোমবার বিচারিক আদালতে উপস্থিত করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।