রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সোমবার লুব-রেফ বাংলাদেশের বিডিং শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২১৬ বার পঠিত

পুঁজিবাজার জ্যেষ্ঠ প্রতিবেদক :পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অব প্রাইস নির্ধারণের জন্য লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের শেয়ারের বিডিং (নিলাম) সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে শুরু হবে। বিডিং কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

যোগ্য বিনিয়োগকারীদের বিডিং কার্যক্রম শেষ হওয়ার পর কাট-অব প্রাইস নির্ধারণ করা হবে।

রোববার (১১ অক্টোবর) কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ আগস্ট লুব-রেফের বিডিং অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে লুব-রেফ বাংলাদেশ। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়াখাতে ব্যবহার করা হবে।

৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১.৯৩ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া) হয়েছে ২৫.৯৬ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৩ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com