বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ‘সত্য সদা সংবাদে, সাহস শীর্ষ-সংঘাতে’ স্লোগানকে প্রতিপাদ্য করে ২০১৪ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।
সংগঠনটির পথচলার ৬ষ্ঠ বছর (অর্ধযুগ) পূর্ণ করেছে আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়াম ভবনের ২য় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম। আরও ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সাংবাদিক সমিতির নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিক সমিতির অফিসিয়াল ওয়েবসাইট (NSTUJA.ORG) উদ্বোধন করা হয়।
উপাচার্য বলেন, ‘আমাদের অর্জনসমূহ সারাদেশে ছড়িয়ে দিতে নোবিপ্রবি সাংবাদিক সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাবতীয় তথ্য উপাত্ত যথাযথভাবে বিশ্লেষণ করে সংবাদ প্রকাশ করলে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে। শিক্ষার্থী থাকাবস্থায় সাংবাদিকতার সঙ্গে থাকার ফলে যেগুলো শেখার সুযোগ হচ্ছে, সেগুলো ভবিষ্যৎ জীবনকে অনেক সুন্দর করতে ভূমিকা রাখবে।’
‘সর্বোপরি আমরা আশা করবো সাংবাদিক সমিতি ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিতে সহায়তা করবে’, বলেন তিনি।