নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিচয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই তরুণ-তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. মহিউদ্দিন ও তার স্ত্রী আলপনা, ফজলে রাব্বী এবং ফাতেমা।
মহিউদ্দিন স্থানীয়ভাবে দলিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি বেশ কিছুদিন ধরে সে নিজেকে নিউজ ২১ নামে একটি অনলাইন পোর্টাল ও আইপি টিভির সাংবাদিক পরিচয় দিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছিলেন। তার গলায় ঐ অনলাইন পোর্টালের লোগো সম্বলিত একটি ফিতা ঝুলতে দেখা যেতো। আটকের সময়েও তার গলায় ফিতাটি ছিল। অন্যদিকে তার স্ত্রী আলপনা দীর্ঘদিন ধরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক বলে মানুষের কাছে পরিচয় দিতো।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, পাইনাদী নতুন মহল্লায় অবস্থিত তার নিজ বাড়িতে মহিউদ্দিনের স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও তরুণ-তরুণী এনে গোপনে দেহ ব্যবসা করে আসছিল। এর আগে এলাকায় একাধিক এসব বিষয়ে বিচার-সালিস হয়েছে।
দুপুরে দুইজন তরুণ-তরুণী তাদের বাসায় প্রবেশ করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাড়ির পেছনের দিক থেকে একটি খালি রুমের জানালার ফাঁক দিয়ে ঐ দুই তরুণ-তরুণীকে অসামাজিক কাজে লিপ্ত হতে দেখে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে স্থানীয়রা বাড়িতে প্রবেশ করে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আক্তার হোসেন নামে ঐ এলাকার এক বাসিন্দা জানান, মহিউদ্দিন একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে মহিউদ্দিন ও তার স্ত্রীসহ ৪ জনকে আটক করা হয়েছে।