পদ্মা সেতু পাড়ি দিয়ে রাজধানীর বাজারে উঠেছে খুলনার বৃহদাকার গরু ‘সুলতান’। তবে ৪৫ মণ ওজনের এই সুলতানের ভাব থাকলেও নেই দাম।
গত কয়েকদিন ধরেই রাজধানীর আফতাবনগর গরুর হাটে খুবই কম সংখ্যক ক্রেতার আনাগোনা। দু-একজন ক্রেতা এলেও বেচাবিক্রি শূন্যের কোঠায়।
খাদিজা ডেইরি ফার্মের সুলতান নামে গরুটির ওজন ৪৫ মণ। ১৮শ’ কেজির গরুর দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। তবে এখনও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাননি বিক্রেতা।
আশা করছেন, আগামীকাল শুক্রবার সঠিক দামেই বাসায় পালিত গরুটি বিক্রি করতে পারবেন তিনি। আর বাজারে ক্রেতা না আসায় কিছুটা হতাশও খামারি।
নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল থেকে গরুটি রাজধানীর আফতাবনগর গরুর হাটে নিয়ে এসেছেন খামারি সৈয়দ খোকন আলী। তিনি জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে সুলতানকে। কোনো ধরনের কৃত্রিমতা ছাড়াই কেবল ঘাস, ভুসি ও দানা খাবার খাওয়ানো হয়েছে।
খোকন আলী আরও বলেন, আমি কোনো বাইরের খাবার খাওয়ায় নি। সুলতানের খাবার তালিকায় ছিল খেসারি, ছোলা, গম ও ডাল। যা পাউডার বানিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি খাওয়ানো হয়েছে। সঙ্গে দৈনিক ১০ কেজির মতো ভুসি দেয়া হতো। এছাড়া প্রচুর পরিমাণ কাঁচা ঘাস ও গুল্ম লতাপাতা খাওয়ানো হয়েছে সুলতানকে।
কোনো ধরনের মোটাতাজাকরণ ট্যাবলেট, ভিট কিংবা ইনজেকশনও পুশ করা হয়নি বলেও জানান এই খামারি।