মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, দোকান মালিক গুলিবিদ্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৫৪ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে ও গুলি করে জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করে নিয়ে যায় প্রাইভেটকারযোগে আসা পাঁচ-ছয়জনের ডাকাতদল। এই ঘটনায় দোকানের মালিক গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ঘটনা ঘটে।

এতে জুয়েলার্সের মালিক অধির কর্মকার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন শাহিন মিয়া নামে আরেক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, পাঁচ মিনিটের মধ্যেই ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, তা এখনও জানা যায়নি।

পুলিশ সুপার আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হবে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com