নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভবন মালিকের গুলিতে ঐ ভবনের একটি রেস্তোরাঁর ম্যানেজার আহত হয়েছেন। আহত কাজল মিয়া (৫০) সুলতান কাচ্চি ভাই নামক রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বে আছেন।
জানা যায় গুলিবিদ্ধ অবস্থায় কাজল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। অভিযুক্ত ভবন মালিকের নাম আজহার আলী।
গুলিবিদ্ধ কাজল মিয়ার সহকর্মী আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, কাজল সুলতান কাচ্চি ভাইয়ের সব আউটলেটের ম্যানেজার। আঙ্গুরা শপিং কমপ্লেক্সে তাদের একটি আউটলেট রয়েছে। ঐ আউটলেটের ভবন মালিক আজহার আলী। তিনি প্রায় সময়ই বিভিন্নভাবে কর্মীদের হুমকি-ধামকি দিতেন। আজও ভবন মালিক তাদের দোকান ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। এসব বিষয় নিয়ে কাজলের সঙ্গে দোকানিদের কথা কাটাকাটি হয়।
তিনি আরো জানান, ‘কথা কাটাকাটির একপর্যায়ে তার কাছে থাকা পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে কাজলের পেটে ও দুই হাতে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।’