নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিশি বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারামারির সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক নুর উদ্দিন মুরাদসহ পাঁচজন।
রোববার সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ থানার ভেতর ও প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইপক্ষকে নিয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানায় সালিশ বৈঠক করছিলেন এসআই মো. মাসুদ। ওই বৈঠকে এক পক্ষ থানার মধ্যে স্থানীয় ‘কিশোর গ্যাং’ সদস্যদের ডেকে আনে। সালিশে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায় উভয়পক্ষ। এ সময় এক ব্যক্তিকে থানার ভেতর থেকে রাস্তার ওপরে এনে পেটাতে থাকে ওই কিশোররা। এ সময় ওই মারামারির ছবি তুলতে গেলে সাংবাদিক নুর উদ্দিনের ওপর হামলা চালায় তারা। তখন ওই সাংবাদিককে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরো চার-পাঁচজন আহত হন।
ভুক্তভোগী সাংবাদিক নুর উদ্দিন মুরাদ জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হামলার পর ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম মিজানুর রহমান বলেন, থানার ভেতরে কোনো সমস্যা হয়নি। সালিশ বৈঠকে আসা উভয়পক্ষের লোকজন থানার সামনে মারামারিতে জড়ান। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকও হামলার শিকার হন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।