বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দেশে ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: খসরু চৌধুরী

  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৪ বার পঠিত

 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য নজির স্থাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামী ফাউন্ডেশন এর কার্যক্রম আজ সারাদেশে বিস্তৃত হচ্ছে এবং ওলামাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী মূল্যবোধ প্রচার-প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

রাজধানীর উত্তরায় আজ সোমবার উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান ইবু খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

খসরু চৌধুরী বলেন, উত্তরায় বসবাসরত বৃহত্তর ফরিদপুর জেলার লোকদের কল্যাণে কাজ করে যাচ্ছে উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি। এতে করে উত্তরাতে ফরিদপুরবাসীর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে। এই অঞ্চলে ফরিদপুরবাসীর একটা শক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি সবসময় ফরিদপুরের মানুষের পাশে থেকে যে কোন বিপদে তাদের সার্বিক সহযোগিতা করবে। আমি সর্বদা উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির মঙ্গল কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com