উত্তরা সংবাদ দাতা ঃ উচ্চ দ্রব্য মূল্যের কষাঘাতে সাধারণ মানুষ যখন জর্জরিত ঠিক সে সময় সবজি ক্রয়ে জনজীবনে কিছুটা স্বস্তি ফেরাতে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা কৃষক দল নিয়েছে ব্যতিক্রমধর্মী এক অনন্য উদ্যোগ।
জানা যায়, তারা নিজেরা সরাসরি মোকামও পাইকারী বাজার থেকে কম মূল্যে বিভিন্ন প্রকার সবজি কিনে নিয়ে আসেন। এ সব সবজি তারা আজ শনিবার ১৬ই নভেম্বর বিকাল ৩ টা থেকে সাধারণ মানুষের মাঝে ক্রয় মূল্যে বিক্রি করেন।
বিমানবন্দর থানা কৃষক দলের এই সেবামূলক কার্যক্রমের খবর পেয়ে এলাকার শত শত নানান পেশার লোক জন ভীড় জমায়। এ ছাড়াও দেখা যায়,মুদি দোকানদার, দিন মুজুর, রিক্সা চালক,ভেন চালকসহ হতদরিদ্র মানুষের ভীড়। বাজারের চেয়ে সবজির দাম প্রায় ৩০-৪০ টাকা কম হওয়াতে অনেকে ৪-৫ আইটেমের সবজি ক্রয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক আশজাদুল আরিশ ঢল, যুগ্ম আহ্বায়ক অলক বসু, আহ্বায়ক সদস্য মোঃ হোসেন জয়াগী এবং সদস্য এম এ মালেক।
মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক আশজাদুল আরিশ ঢল এর হাত দিয়েই সবজি বিক্রি কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি বলে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের মাঝে কম মূল্যে সবজি বিক্রি কার্যক্রম শুরু করেছি।
এমন মহতী কর্মসূচি বিষয়ে জানতে চাইলে, কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার ব্যবসায়ী সিন্ডিকেট এখনো গাপটি মেরে বসে আছে। তারা অতি মুনাফার লোভে বাজারে সকল জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শ্রমজীবী সাধারণ মানুষকে সেবা দিতে আমরা কৃষক দলের পক্ষ থেকে স্বেচ্ছায় শ্রম দিয়ে এমন কর্মসূচি হাতে নিয়েছি।
এ সময় উপস্থিত বিমানবন্দর কৃষক দলের সদস্য সচিব মোঃ মিজান হোসেন বলেন, তারা দলীয় সিনিয়র নেতাদের পরামর্শে এলাকার গরীব অসহায় জনগণের মাঝে ক্রয় মূল্যে সবজি বিক্রির উদ্যোগ গ্রহন করেন। তিনি আরো বলেন,বাজারে সবজির দাম না কমা পযর্ন্ত তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন, মেহেদী হাসান সাকিব, মোহাম্মদ শামীম,মোহাম্মদ মজিদ, মোঃ ফারুক, মোঃ সবুজ ও অন্যান্য সদস্য বৃন্দ।
অনেকদিন ধরেই মাছ মাংস দিয়া ভাত খাইনা,সামান্য যে আয় হয় তা দিয়েই শাক সবজি ক্রয় করে কোনমতে সংসার চালাই।বর্তমানে শাক সবজির যে দাম তাও মনে হয় আর কপালে জুটবে না। বাজারে গিয়ে সবজির দাম শুনে হাত পা কেঁপে ওঠে।
এমন চলতে থাকলে বেঁচে থাকাই দায় হবে।
এমন সব কথা বললো উত্তরা হাজীক্যাম্প এলাকায় সবজি কিনতে আসা কয়েকজন শ্রমিক ও বয়স্ক নারী।
এ সময় তারা আরো বলেন, শীত এসেছে এখন সবজি উৎপাদনের সৃজন তবুও দাম নাগালের বাইরে।
বিমানবন্দর থানা কৃষক দলের উদ্যোগে কম মূল্যে সবজি পেয়ে আমরা আনন্দিত।
এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকলে নিম্ন আয়ের সাধারণ মানুষ ও এলাকার হতদরিদ্র মানুষ উপকৃত হবে।
এ সময় ক্রেতারা বিমানবন্দর থানা কৃষক দলের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান।
সরেজমিনে দেখা যায়, বিমানবন্দর থানা কৃষক দলের পক্ষ থেকে আজ উত্তরা হাজী ক্যাম্প মুক্তিযোদ্ধা কাঁচা বাজারের পাশে লাউ প্রতি পিস ৩০ টাকা, টমেটো ১১০ টাকা, করলা ৫৫ টাকা, বরবটি ৬০ টাকা, বাঁধা কপি ৪৫ টাকা, বেগুন ৫০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা,পেঁপে ৩০টাকা, ঢেঁড়স ৫০ টাকা,পটল ৪০ টাকা, মুলা ৫০টাকা,শশা ৬৫,কচু ছড়ি ৫০টাকা, বরবটি ৬০ টাকা কেজি বিক্রি করেন ।এছাড়াও অন্যান্য সবজিও তুলনামূলক অনেক কম মূল্যে বিক্রি করা হয়।
স্থানীয়রা বলেন, বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটি গঠন করা হলেও তাদারকির অভাবে এখনো বাজারে মাছ,মাংশ ও সবজিসহ অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে।
বিমানবন্দর থানা কৃষক দলের সদস্য সচিব বলেন, টমেটো, ফুলকপি,লাউ,মিস্টি কুমড়া,কাঁচকলা,বেগুন লতি,মুলা বরবটিসহ মোট ২৩ টি আইটেম জনস্বার্থে আজ তারা ক্রয়মূল্য বিক্রি কার্যক্রম চালু করেন।