সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিজয় দিবস উপলক্ষে শুরু হচ্ছে হকি টুর্নামেন্ট

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট।

আজ সোমবার দুপুর ২টার দিকে উদ্বোধনী ম্যাচে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ নৌ বাহিনী।

এ বছরের এপ্রিলের পর থেকেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সুনসান নীরবতা। খেলা না থাকায় স্টিক-বলের সেই চিরচেনা শব্দও শোনা যায়নি। নতুন অ্যাডহক কমিটি হকি ফেডারেশনের দায়িত্ব নিয়েই উদ্যোগী হয়েছে মাঠে খেলা ফেরাতে। সাত মাস পর বিজয় দিবস হকি টুর্নামেন্ট দিয়ে আজ থেকে মাঠে ফিরছে হকি।

দ্রুততম সময়ের মধ্যে প্রিমিয়ার লিগও শুরু করে দিতে চান ফেডারেশনের কর্তারা।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছেলে ও মেয়েদের দুটি যুব দল ওমানে গিয়ে আন্তর্জাতিক আসরে খেলে এসেছে। ঘরোয়া আসর মাঠে ফিরবে—এমন আশায় ছিলেন খেলোয়াড়রা। সেই আশা কিছুটা পূরণ হচ্ছে বিজয় দিবস হকি দিয়ে।

এই টুর্নামেন্টে অংশ নিতে ফেডারেশন আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন ক্লাব, সংস্থা ও জেলা দলগুলোকে। তবে আশানুরূপ সাড়া মেলেনি। শুধু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও বিকেএসপি অংশ নিচ্ছে। এদের সঙ্গে থাকছে নতুন একটি দল ‘হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ’।

সার্ভিসেস ও বিকেএসপির বাইরে থাকা বর্তমান ও সাবেক জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এই দল। যার নেপথ্যে জাতীয় দলের তারকা পুস্কর খীসা মিমো, হাসান যুবায়ের নিলয়, আবু সাইদ নিপ্পনরা।

খেলোয়াড়দের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল ইসলাম বলেছেন, ‘সার্ভিসেস দলে যারা নেই তাদের অনুরোধে এই টুর্নামেন্টে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে সুযোগ দেওয়া হয়েছে। তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি।’ খেলার বাইরে থাকতে চান না বলেই নিজেদের উদ্যোগে দল গড়েছেন, বললেন জাতীয় দলের ফরোয়ার্ড পুস্কর খীসা, ‘সার্ভিসেস দলগুলোতে নির্দিষ্ট কিছু খেলোয়াড় থাকে।

তাদের নিয়েই দল গড়ে। সে ক্ষেত্রে অনেক খেলোয়াড়কে খেলার বাইরে থাকতে হতো। খেলাটাকে ভালোবাসি বলেই আমরা কয়েকজন উদ্যোগী হয়ে দল গড়েছি।’ উদ্বোধনী দিনে আজ বিকেএসপির মুখোমুখি নৌবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com