শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ক্রিকেটার সাকিবের জন্য নায়ক শাকিবের ভালোবাসা,কাদঁলেন মৌসুমি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ১৯৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের মন খারাপ। নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। আইসিসির চোখে অপরাধী হওয়ায় তার বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে নিজের ভুল স্বীকার করে আইসিসির দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা করায় এক বছরের সাজা কমিয়ে আনা হয়েছে। সাকিবকে এভাবে হারিয়ে মর্মাহত তার সহযোদ্ধা ক্রিকেটাররা। বিস্মিত ক্রিকেট বোর্ড।

বেদনায় আহত সারা দেশের ক্রিকেটপ্রেমীরা। আইসিসির চোখে অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সমর্থন নিয়ে।

আর সবার মতো নানা অঙ্গনের তারকারাও ‘বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ’ খ্যাত সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন। এবার সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

বুধবার তিনি নিজের ভেরিফাই করা ফেসবুক পেজে লেখেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের।’

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালেবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়।’
নায়ক শাকিব লিখেছেন, ‘সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’

শাকিব খান ও সাকিব আল হাসান- দুজন দুই অঙ্গনে এই মুহূর্তে দেশের সেরা তারকা। একজন সেরা নায়ক আরেকজন সেরা ক্রিকেটার। তাদের মধ্যে একটা ভালো সম্পর্কও রয়েছে বলে শোনা যায়। একটি ঈদের অনুষ্ঠানে কয়েক বছর আগে ফারহানা নিশোর উপস্থাপনায় তাদের একসঙ্গে দেখা গেছে।

 


জুয়াড়িরা যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে। সেই তথ্য গোপন রেখেছিলেন তিনি। তাই আইসিসির শাস্তি নেমে এলো তথ্য গোপন করার অভিযোগে। আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো খেলায় অংশ নিতে পারবেন না সাকিব। এই দুঃসংবাদ কষ্ট দিচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের।

সাকিব নিষিদ্ধ হওয়ায় তাকে সমবেদনা জানিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন তার সমর্থকরা। পাশে আছেন নানা অঙ্গনের তারকারাও। বুধবার (৩০ অক্টোবর) দেশের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এক ভিডিও বার্তায় সাকিবকে তার সমর্থন জানালেন।

ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘একটা পদ্মা সেতু তৈরি করা যতটা সহজ, একজন সাকিব আল হাসান তৈরি করা ততটাই অসম্ভব। হাজার হাজার বছর অপেক্ষা করলেও এমন একজন প্লেয়ার তৈরি করা সম্ভব না। আমাদের মাঝে সেই সাকিবকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ। সেই সাকিব ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে, একজন ভক্ত হিসেবে আমি এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই এই প্রতিবাদ জানাচ্ছি।’

সব প্রতিকূলতা কাটিয়ে আবারও সাকিবকে ফিরে আসার আহ্বান জানিয়ে মৌসুমী বলেন, ‘সাকিব আল হাসান ফিরে আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমার সাথে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার। প্রধানমন্ত্রী তোমার সাথে রয়েছে। পুরো দেশবাসী তোমার সাথে রয়েছে। তার সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেয়া হোক।’

মৌসুমী আরও বলেন, ‘আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে একসঙ্গে কাজ করছেন মৌসুমী ও সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com