শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জুলাই-আগষ্ট শহীদদের আত্মাহুতি ভুলে যাওয়ার নয়;মির্জা ফখরুল ২০ শতাংশ শুল্ক সরকারের আরেকটি সফলতা : আসিফ নজরুল লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু ২৭ নভেম্বর ইরানের জাহাজ নেটওয়ার্ককে লক্ষ্য করে বড় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় : প্রধান উপদেষ্টা ট্রাস্টি বোর্ডের স্ব-ঘোষিত চেয়ারম্যান তানিমের অব্যাহতির দাবিতে ইউজিসিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই সনদ নিয়ে আজকেই নিষ্পত্তির জায়গায় পৌঁছাতে চাই: আলী রীয়াজ আজ ইসিতে দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমার শেষ দিন সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের: মঈন খান যুক্তরাষ্ট্রের আপত্তিতে তাইওয়ান প্রেসিডেন্টের লাতিন আমেরিকা সফর স্থগিত

প্রতিবাদ করায় অভিনেত্রী সাদাফ জাফর গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৪০ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন নাগরিকরা। এতে যোগ দিয়েছেন ভারতের অভিনেতা-অভিনেত্রী-সংগীতশিল্পীরাও।

তারই ধারাবাহিকতায় লখনৌতে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন অভিনেত্রী সাদাফ জাফর। গতকাল রোববার এ সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে। এক টুইটে এ তথ্য জানিয়েছেন পরিচালক মীরা নায়ার।

টুইটে মীরা নায়ার লেখেন, ‘‘এখন আমাদের দেশের অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। ‘দ্য সুইটেবল বয়’ অভিনেত্রী সাদাফ জাফর লখনৌতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি মার খেয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাতে আপনারা আমার সঙ্গে থাকুন।’’

এদিকে হজরতগঞ্জ পুলিশ স্টেশনের ডিপি ইন্ডিয়া গণমাধ্যমকে বলেন, ‘পরিবর্তন চকের কাছ থেকে আমাদের টিম সাদাফকে গ্রেপ্তার করে। সেখানে একদল হিংসাত্মক প্রতিবাদীদের সঙ্গে ছিলে সে। তাকে জেলে পাঠানো হয়েছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে, ১৯ ডিসেম্বরের প্রতিবাদে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন।’

অন্যদিকে সাদাফ জাফরের বোন নাহিদ বার্মা পুলিশের এই বক্তব্য খারিজ করেছেন। তিনি ইন্ডিয়া গণমাধ্যমকে বলেন, ‘সাদাফের সঙ্গে কোনো অস্ত্র ছিল না। আর সরকারের বিরুদ্ধে কোনো স্লোগানও সে দেয়নি। শুধু সংবিধানের গুরুত্ব নিয়েই কথা বলেছে।’

বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে নির্মানাধীন সিনেমা ‘দ্য সুইটেবল বয়’। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সাদাফ। এটি পরিচালনা করছেন মীরা নায়ার। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে সাদাফের পরিচিতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com