সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সারাদেশে তাপমাত্রা আরও কমার আভাস

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে টানা তিনদিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ আরও বিস্তারও লাভ করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরবর্তী তিন দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত এবং ও বিস্তার লাভ করতে পারে।

অবহাওয়া অধিদফতরের তথ্য মতে, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া দিনাজপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি ও ডিমলায় ১০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১৪ মিলিমিটার। এ সময়ে খুলনা, মংলা, পটুয়াখালী, ভোলা ও কুমিল্লায় ৮ মিলিমিটার, ফরিদপুর ও গোপালগঞ্জে ৯ মিলিমিটার, ঢাকা, টাঙ্গাইল ও হাতিয়ায় ৫ মিলিমিটার, মাদারীপুর, চাঁদপুর, সাতক্ষীরা ও বরিশালে ৪ মিলিমিটার, নিকলি ও ঈশ্বরদীতে ৩ মিলিমিটার, সন্দ্বীপ, মাইজদি কোর্ট ও শ্রীমঙ্গলে ২ মিলিমিটার, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খেপুপাড়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শৈত্যপ্রবাহের অঞ্চল কিছুটা পরিবর্তন হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায় ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com