নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষার বৃহত্তম প্রশ্ন ও উত্তরভিত্তিক সমস্যা সমাধানের সাইট বিস্ময় ডট কমের (www.bissoy.com) হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। ওই হ্যাকারের নাম মো. মোক্তার হোসেন বাবু (২১)।
গতকাল সোমবার রাতে মিরপুরের পল্লবী থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।
ইউনিটের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময়ের নেতৃত্বে একটি দল অভিযানটি চালায়। অভিযানের বিষয়ে তিনি জানান, ২০১৯ সালের ২২ ডিসেম্বর বিস্ময় ডট কম নামের একটি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক হয়। হ্যাকিংয়ের ঘটনায় ১২ জানুয়ারি পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পল্লবীর বানরটেকের ভাড়াবাসা থেকে সাইটের কন্ট্রোল প্যানেল চালানোর সময় হাতেনাতে মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
এদিকে একই টিমের নেতৃত্বে সোমবার রাতে মগবাজার ক্যাফে ডি-তাজের সামনে থেকে ইমতেয়াজ উদ্দিন শুভ (২৫) নামে আরেক সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়। এ অভিযানের বিষয়ে এসি ধ্রুব জ্যোতির্ময় জানান, বেশ কিছুদিন ধরে কে বা কারা এসিআই মটরস-এর এক্সিকিউটিভ ডিরেক্টরের নামে ফেক ফেসবুক আইডি খুলে মিথ্যা রাজনৈতিক ও এসিআই মটরস-এর বিপক্ষে অপপ্রচার চালাচ্ছিল। এ ঘটনায় ১২ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় ইমতেয়াজের মোবাইল ফোনে ওই ফেক আইডিটি লগ-ইন অবস্থায় পাওয়া যায়।