বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

অধিকাংশ উন্নত দেশের তুলনায় দেশে দুর্নীতি অনেক কম: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০০ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি:‘দেশে যেটুকু দুর্নীতি হয়- তাতো অন্য অধিকাংশ উন্নত দেশের দুর্নীতির তুলনায় অনেক কম। অবশ্য এখন আমরা অতো গরীব নেই। যথেষ্ট ভালো জায়গায় আছি।’ এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেই ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছেন। অন্য কারও পক্ষে এটি করা সম্ভব হতো না।’

দুর্নীতি দমনের বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘কোনও রকমের দুর্নীতিই এখন আর হওয়া উচিত নয়। যতোটা সম্ভব আমরা তা কমিয়ে আনার চেষ্টা করছি।’

ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ হওয়ায় স্বচ্ছতার একটা জায়গা তৈরি হয়েছে। এখন যে অনেক রকমের দুর্নীতির খবর পাওয়া যায়- এ বিষয়গুলো সব সময়ই ছিল। কিন্তু খবর হতো না। কারণ এগুলো বের করাই যেতো না। এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে- তাই সব তথ্য বেরিয়ে আসে। সেজন্য দুর্নীতি দ্রুত ধরা পড়ে।’

সুশিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে দীপু মনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী নিয়ে আসলেই চলবে না, শিক্ষাটা হতে হবে মানসম্পন্ন। যেনও আমাদের শিক্ষার্থী বিশ্বমানের শিক্ষা পেয়ে বিশ্ব নাগরিক হতে পারে। যে কোনও জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়ে চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেনও আয়ত্ত করতে পারে।’

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিশু গবেষক প্রফেসর সমির কে সাহা, জয়নাল আবেদীন সিআইপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com