শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

২০-২৩ মার্চ নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন সংসদীয় আসনে শনিবার (২১ মার্চ) উপনির্বাচন উপলক্ষে ২০-২৩ মার্চ বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-৪ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ২১ মার্চ জাতীয় সংসদের গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ এবং ঢাকা-১০ আসনের নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জননিরাপত্তা বিভাগ বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করতে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ এর দেয়া ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ২০ মার্চ ভোর ৬টা থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে। যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com