অনলাইন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।
তারিক মাহমুদ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২২ মার্চ বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। অধিবেশনের আগে ওই দিন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদ সদস্যদের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। আপাতত এটা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ বিশেষ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৩ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।