ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে আহ্বান করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানোর জন্য জনস্বার্থে রাষ্ট্রপতি এক আদেশে এ অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন।
অধিবেশন স্থগিত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আগামী ০৮ চৈত্র ১৪২৬ মোতাবেক ২২ মার্চ ২০২০ তারিখ আহূত একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন (২০২০ খ্রিস্টাব্দের ২য় এবং মুজিববর্ষ, ২০২০ উপলক্ষে বিশেষ অধিবেশন) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে স্থগিত ঘোষণা করিতেছি।’
প্রসঙ্গত: করোনা পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দ আসার বিষয়টি বাতিল হলে বিশেষ অধিবেশন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ১১ মার্চ কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠক ডেকে অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিদেশি বক্তার পরিবর্তে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতি হলে শনিবার রাষ্ট্রপতি অধিবেশন স্থগিত ঘোষণা করেন।