নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডাম কোয়ারেন্টাইনে আছেন। পাশাপাশি তার অন্যান্য যেসব সমস্যা আছে, সেগুলোর চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। কোয়ারেন্টাইন শেষ হলে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার আরো কিছু পরীক্ষা শেষ করে অন্যান্য ট্রিটমেন্ট শুরু করা হবে। ’
উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া।