নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরখান থানা এলাকায় বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন রাইজিংবিডিকে বলেন, সোমবার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিলো গার্মেন্টস কর্তৃপক্ষের। মালিকপক্ষ সেভাবে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। এখন অনলাইনের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকাও চলে যাবে। কিন্তু টাকাটা দেরিতে যাওয়ায় বিকেল ৪টার পর থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা। আমরা তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
স্থানীয়ভাবে জানা গেছে, উত্তরখান মাজার রোডের তালতলা এলাকায় টেস্ক টেইলার লিমিটেড গার্মেন্টসের সামনে প্রায় দুই শতাধিক শ্রমিক জড়ো হন। এসময় তারা গার্মেন্টসের সামনে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
শ্রমিক রাহেলা জানান, চলতি মাসের ১০ তারিখে তারা বকেয়া বেতনের জন্য এখানে জড়ো হন। কিন্তু সিদ্ধান্ত হয় সোমবার আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু মালিকপক্ষ টাকা দিতে দেরি করায় আমরা জড়ো হয়েছি। বেতন না পাওয়া পর্যন্ত আমরা ফিরে যাবো না।