আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার ডাক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বিশ্বাস, একসঙ্গে লড়াই করলে এ ভাইরাসের বিপক্ষে বিজয় নিশ্চিত।
সামাজিক নেটওয়ার্ক লিঙ্কডিনে মোদি লিখেছেন, ‘কোনো জাত, বংশ, ধর্ম, বর্ণ, ভাষা কিংবা সীমান্ত দেখে না কোভিড-১৯। আমাদের সবার উচিত একতা ও ভ্রাতৃত্ববোধকে প্রাধান্য দিয়ে পথনির্দেশনা মেনে চলা। এ লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সবার সামনে একই চ্যালেঞ্জ।
লকডাউন কীভাবে মানুষের জীবন আচরণ ও কাজের পরিবেশ পাল্টে দিয়েছে সেটাও উল্লেখ করেছেন মোদি। তার বিশ্বাস, নতুন কাজের সংস্কৃতিতে ভারতের তরুণরা অগ্রবর্তী ভূমিকা রাখতে পারবে।
এপর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১৭২৬৫ জন, মৃতের সংখ্যা ৫৪৩। গত ২৪ ঘণ্টায় দেড় হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।