নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অর্থবহ কৌশল উদ্ভাবনসহ তার পেশকৃত পাঁচদফা প্রস্তাবের ভিত্তিতে সম্মিলিত বৈশ্বিক অংশীদারিত্ব এবং বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোভিট-১৯ বিষয়ে আয়োজিত ভার্চুয়াল আঞ্চলিক কনফারেন্সে প্রদত্ত ভাষণে পাঁচদফা তুলে ধরেছেন।
১। বিশ্ববাসীর কল্যাণের জন্য নতুন চিন্তার প্রয়োজন পড়বে, অসমতা মোকাবিলা, গরিবদের সহযোগিতা ও অর্থনীতিকে কোভিড-১৯ পূববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। কেননা এই মহামারির কারণে সমাজে দারিদ্র্য অসমতা দ্রুতলয়ে বেড়ে চলেছে।
২। জি-৭, জি-২০ এবং ওইসিডি থেকেও শক্তিশালী বৈশ্বিক নেতৃত্ব প্রয়োজন। জাতিসংঘের নেতৃত্বে বহুমুখী ব্যবস্থাটিকে এগিয়ে আসতে হবে।
৩। দক্ষিণ এশিয়ার কৌশল ও ব্যবহারিক সমর্থন ব্যবস্থা গ্রহণ করা দরকার। যেন বাংলাদেশের মতো দেশগুলো মানিয়ে নিতে পারে।’
৪। অভিবাসী শ্রমিকদের বোঝা ও দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য একটি অর্থবহ বৈশ্বিক কৌশল অবলম্বন করা উচিত।
৫। ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতির জন্য বিভিন্ন ডিজিটাল যন্ত্রাংশ ও প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগানো। যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মোবাইলফোন ব্যবহার করে সংক্রমন খুঁজে বের করা যায়।