নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা।
বেতন-ভাতা ও নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ তারা বিক্ষোভ করছেন।ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বনানীতে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা।
সোমবার (৪ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন।
স্থানীয় লোকজন জানায়, বেলা ১১টার দিকে আফকো গার্মেন্টস কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এরপর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবিলম্বে বেতন-ভাতা পরিশোধ করে কারখানা খুলে দেওয়ার দাবি করেন তারা।
এক শ্রমিক বলেন, ‘এপ্রিলের বেতন এখনও আমাদের দেওয়া হয়নি। কিন্তু টাকা পরিশোধ না করে মালিকপক্ষন নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দিয়েছে। আমার মতো প্রায় ৩ শতাধিক শ্রমিক এই সময় কোথায় যাবে।?’
বনানী থানা পুলিশ জানায়, মালিকপক্ষ, বিজিএমইএ, সরকারি কারখানা পরিদর্শক কর্তৃপক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।