নিউজ ডেস্ক: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (০৬ মে) কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।
মঙ্গলবার (০৫ মে) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ সময়ে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। এজন্য তারা জরুরি অ্যাপয়েনমেন্ট পেতে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
আরও বলা হয়েছে, ৭ মে (বৃহস্পতিবার) এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য অ্যাপয়েনমেন্ট এবং জরুরি সেবা দেওয়া হবে।
দীর্ঘায়িত সরকারি ছুটির পর জনপরিবহনের স্বল্পতা কারণে অ্যাপয়েনমেন্ট পুনরায় নির্ধারণ করতে হলে কনস্যুলার সেকশনে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বর হলো- (০২) ৫৫৬৬-২০০০।