অর্থনৈতিক প্রতিবেদক: দেশে প্রাণিসম্পদ বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগী ইতাাদি পালনে সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব অগ্রগতি সাধন হয়েছে বলে জানয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন তিনি; এই বাজেট বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, দেশে প্রাণিসম্পদ বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগী ইতাাদি পালনে সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব অগ্রগতি সাধন হয়েছে। এ খাতে চলমান গবেষণা কার্যক্রম এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে অবদান রেখেছে।
মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ উন্নয়নে বাংলাদেশে এখন উন্নতমানের গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কোনও কোনও ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের সাথেও যৌথভাব গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।