মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনে জিতলো সেভিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৫০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার আগে সর্বশেষ ১০ মার্চ স্প্যানিশ লা লিগায় কোনো ম্যাচ হয়। অবশেষে করোনা সঙ্কট কাটিয়ে ৯৩ দিন পর লা লিগায় ফিরলো ম্যাচ। আর ফেরার ম্যাচে সেভিয়া দুই ব্রাজিল-আর্জেন্টাইন ফুটবলারের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে।

রিয়াল বেটিসকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার বাকি মৌসুমের শুরু করলো সেভিয়া। এই জয়ে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলো সেভিয়া। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা এবং দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে বেটিসের অবস্থান ১২।

এদিন সেভিয়ার র‌্যামন সানচেজ স্টেডিয়ামে খেলা শুরুর আগে করোনাভাইরাসে মৃত ব্যাক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। দর্শকশূন্য মাঠে এদিন ডাগ আউটে থাকা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের দেখা গেছে মাস্ক ব্যবহার করতে।

নিজেদের মাঠে শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে সেভিয়া। ম্যাচের ১০ মিনিটের সময় গোলের সুযোগও পান আর্জেন্টাইন লুকাস ওকাম্পাস। তবে গোলপোস্টে লেগে বল ফিরে যায়। পরবর্তীতে খেলার প্রথমার্ধ গোলশূন্য নিয়ে পার করে দুই দল।

ম্যাচের ৫৬ মিনিটে ডি-বক্সের ভেতর সেভিয়ার লুক ডি ইয়ংকে মার্ক বারত্রা ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর সেখান থেকে সফল স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে নেন ওকাম্পোসই। চলতি লা লিগায় এটি আর্জেন্টাইন উইঙ্গারের ১১তম গোল। ১৯ গোল নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। ছয় মিনিট পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দোর গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।

এদিকে ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবে বার্সেলোনা। পরের দিন নিজেদের মাঠে এইবারের বিপক্ষে খেলবে রিয়াল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com