নিজস্ব প্রতিবেদক : জোনভিত্তিক লকডাউনে সুনির্দিষ্ট ম্যাপ না পাওয়ার কথা আবারো জানিয়ে বাড়িভিত্তিক লকডাউনের কথা বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রোববার (২১ জুন) বিকেলে ডিএনসিসি নগরভবন থেকে এক ভিডিও বার্তায় আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট তালিকা আসেনি। শুধু জোন ভাগ করে একটা খসড়া পাঠানো হয়েছে। কিন্তু আমরা এখনও সুনির্দিষ্ট কোনো ম্যাপিং পাইনি। আমরা তাদের বারবার বলছি, আপনারা সুনির্দিষ্ট ম্যাপিং দেন, আমরা লকডাউন বাস্তবায়ন করবো।
আতিকুল ইসলাম বলেন, লকডাউন কার্যকর করার আগে প্রথমে কিন্তু রাজাবাজারকে রেড জোন চিহ্নিত করা হলো। পরে আমরা সার্ভে করে দেখলাম সেটা রাজাবাজার না, শুধু পূর্ব রাজাবাজার। তা ই আমরা চাই সুনির্দিষ্ট ম্যাপিং। সেক্ষেত্রে যদি বাড়ি চিহ্নিত করে দেওয়া যায় তাহলে আরও ভালো। আমরা বাড়িটি সম্পূর্ণরূপে লকডাউন করতে পারবো।
সুনির্দিষ্ট ম্যাপিং পেলে কাজ শুরু করা যাবে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ম্যাপিংটা কিন্তু করে দেবে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আজ পর্যন্ত আমরা ডিটেইল ম্যাপিং পাইনি।