নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সাবেক ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রয়াত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল (৬৩) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের চাচা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তেজগাঁও ইমপালস হাসপাতালে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
গত ২০ জুন (শনিবার) করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বল। মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।