রবিবার, ১২ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অনুদানের চলচ্চিত্রে আবারো পরীমনি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২০১ বার পঠিত

 

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। তার অভিনীত সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি। এরই মধ্যে অনুদানের আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমা চলতি অর্থ বছরে সরকারি অনুদানের জন্য চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শুভ। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন এই পরিচালক।

পরীমনি গণ্যমাধ্যম বলেন, ‘‘মুখোশ’ সিনেমার গল্প আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করছি, সিনেমাটি দর্শকদেরও ভালো লাগবে। আমাকে মুগ্ধ করেছে। গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না।

পরীমনির বিপরীতে কে অভিনয় করবেন তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বাকি শিল্পীদের কিছুদিনের মধ্যে চূড়ান্ত করা হবে। পরিচালক ইফতেখার শুভ গণ্যমাধ্যমকে বলেন, ‘‘সিনেমাটি ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে ‘লেখক’ নামে মনোনীত হয়েছে। নাম পরিবর্তন করে ‘মুখোশ’ রাখা হয়েছে। তবে গল্পের মুখোশ এখনই উন্মোচন করতে চাই না।

কবে নাগাদ শুটিং শুরু করবেন? এমন প্রশ্নের উত্তরে এ পরিচালক বলেন, ‘‘করোনার কারণে নভেম্বর-ডিসেম্বরের দিকে শুটিং শুরু করার ইচ্ছা আছে। এ পরিস্থিতিতে মহরত সম্ভব না হলেও ট্রেইলার রিলিজ বা ফার্স্টলুক প্রোগ্রাম করার ইচ্ছা আছে। সেই দিনই ‘মুখোশ’ উপন্যাসের মোড়ক উন্মোচিত হবে। নায়িকা হিসেবে পরীমনি চূড়ান্ত। বাকি শিল্পীদের নাম দ্রুতই জানাবো।’’

চলচ্চিত্রটির কাহিনি-চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন ইফতেখার শুভ। ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে এ সিনেমা।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন পরীমনি। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে আভিনয় করছেন সিয়াম-পরীমনি। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এটি। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com